বিক্রমপুরের ইতিহাস -শ্রী যোগেন্দ্রনাথ গুপ্ত | Bikrampurer Itihas

বিক্রমপুরের ইতিহাস শ্রী যোগেন্দ্রনাথ গুপ্ত রচিত ইতিহাস গ্রন্থ। বিক্রমপুর বাংলার একটি ঐতিহাসিক এলাকা। সুপ্রাচীন কাল থেকেই এই অঞ্চল তার বৌদ্ধ জ্ঞান চর্চার জন্য এবং পরবর্তীতে সাংস্কৃতিক প্রভাবের জন্য সুপরিচিত।

ধারণা করা হয়, বৈদিক যুগ থেকে ভাওয়াল ও সোনারগাঁও রাজধানী হিসেবে আবির্ভূত হবার আগে পর্যন্ত এটিই ছিল বাংলার প্রাচীনতম রাজধানী। বিক্রমপুর ছিল রাজা বিক্রমাদিত্যের রাজধানী।

এই এলাকায় বাংলার বহু কীর্তিমান ব্যক্তির জন্ম হয়েছে। এখানকার কৃতী সন্তানের মধ্যে রয়েছেন অতীশ দীপঙ্কর, জগদীশ চন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, ব্রজেন দাস, সত্যেন সেন প্রমুখ।

বিক্রমপুরের ইতিহাস -শ্রী যোগেন্দ্রনাথ গুপ্ত

Read or Download PDF

বিক্রমপুরের ইতিহাস

Leave a Reply