দ্য স্পিরিট অব ইসলাম -সৈয়দ আমীর আলী | The Spirit of Islam

দ্য স্পিরিট অব ইসলাম( The Spirit of Islam) সৈয়দ আমীর আলী(Syed Ameer Ali) রচিত গ্রন্থ।

সৈয়দ আমির আলী ছিলেন একজন ভারতীয় মুসলিম আইনজ্ঞ যিনি কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি ছিলেন।

এছাড়াও তিনি ছিলেন একাধারে একজন আইনজ্ঞ, সমাজ সংস্কারক এবং লেখক। তিনি ইসলামের ইতিহাস নিয়ে কয়েকটি বিখ্যাত বই লিখেছিলেন।

রহস্যঘন দিনরাত্রি -আল শাহারিয়া

তার বইগুলোর মধ্যে অন্যতম হল  দ্য স্পিরিট অব ইসলাম । এই বইটিই পরবর্তীকালে বৃটিশ রাজের সময় ভারতের আইনে মুসলিম আইন প্রবর্তন করার পেছনে ভূমিকা রেখেছিল।

সৈয়দ আমীর আলী অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। উনিশ শতকের আশির দশকে তিনি ভারতীয় মুসলমানদের রাজনৈতিক জাগরণের উদ্যোক্তা ছিলেন।

তিনি কলকাতা হাইকোর্ট এর প্রথম মুসলিম বিচারপতি ছিলেন। রাজনৈতিক এবং সকল সামাজিক কাজে তিনি অংশ গ্রহণ করতেন।

চেপে রাখা ইতিহাস -আল্লামা গোলাম আহমাদ মোর্তজা

ভারতীয় মুসলমানদের নিয়ে তিনি চিন্তা করতেন এবং তিনি অনেক জনসভায় বক্তৃতা দিতেন। কলকাতা শহরে তিনি শুধু আইনজীবিই ছিলেন না পাসোনাল ল অব মোহামেডান এর লেখক এবং শিক্ষককতাও করেছেন।

Read or Download PDF

Credit AmarBoi

Leave a Reply