আমার বন্ধু রাশেদ- মুহম্মদ জাফর ইকবাল

আমার বন্ধু রাশেদ জাফর ইকবাল স্যারের লেখা এক অমর মুক্তিযুদ্ধভিত্তিক অসাধারণ কিশোর উপন্যাস।এখান থেকে বইটির পিডিএফ(PDF) পড়তে বা ডাউনলোড(Download) করতে পারবেন।

জাফর ইকবাল স্যারের লেখা এক অমর মুক্তিযুদ্ধভিত্তিক অসাধারণ কিশোর উপন্যাস । মুক্তিযুদ্ধ নিয়ে বহু সংখ্যক গ্রন্থ বহুবার রচিত হয়েছে ।

কিন্তু যুদ্ধে শিশু – কিশোরদের নির্ভয় অংশগ্রহণের ব্যাপারটি খুব কম গ্রন্থেই লেখা আছে । মুক্তিযুদ্ধে শিশু কিশোরদের অংশগ্রহণ এবং তাদের অবদান স্বতন্ত্র উপন্যাস দিয়ে সবার সামনে ছবির মত তুলে ধরেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল স্যার ।

১৯৭১ সালে আমাদের দেশের কিশোররা মুক্তিযুদ্ধে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তা এখানে তুলে ধরা হয়েছে । দেশকে পাকিস্তানিদের হাত থেকে মুক্ত করার জন্য তারাও মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে।

লুকিয়ে লুকিয়ে মুক্তিবাহিনীকে অস্ত্র সরবরাহ করে, পাকিস্তানি ঘাঁটিকে উচ্ছেদ করার জন্য ম্যাপ একে দেয়। বয়সে ছোট হবার কারনে হানাদার বাহিনী তাদেরকে সন্দেহ করে না।

কিন্তু একসময় তা প্রকাশ পেয়ে যায়। মুক্তিযুদ্ধ প্রচণ্ড আকার ধারন করলে সবাই পালিয়ে যায়। কিন্তু রাশেদ থেকে যায়। এক সময় রাজাকারদের হাতে সে মারা যায়। রাশেদ ১৯৭১সালে তত্কালীন পূর্ব পাকিস্তানের এক দুরন্ত – নির্ভীক কিশোর চরিত্র ।

তার বাবা কিছুটা পাগল গোছের মানুষ । তাই ছেলের পড়াশুনার কোন খবর রাখেন না , এমনকি ছেলের ভাল একটা নাম ও রাখেননি । বরং ছেলের সাথে রাজনীতির গল্প করেন ।

ভাল কোন নাম না থাকায় ক্লাসের শিক্ষক আর তার বন্ধুরা মিলে তার সুন্দর একটা নাম দিয়ে দেন । রাশেদ হাসান । তখন থেকে বন্ধুরা ওকে ডাকে রাশেদ ।

দামেস্কের কারাগারে- এনায়েতুল্লাহ আল্‌তামাশ

যে বয়সে সবাই বাবা মায়ের সাথে ঘরে বসে দিন কাটায় সে বয়সে রাশেদ রাত- বিরাতে মিছিলে ইয়াহিয়া খানের বিরুদ্ধে স্লোগান দেয় , সে বয়সে রাশেদ মুক্তিবাহিনীর সাথে বন্ধুত্ব গড়ে তোলে , জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিবাহিনী কে সহযোগীতা করে ।

রাশেদ কে দেখে উজ্জীবিত হয় তার বন্ধুরাও । তারাও এগিয়ে আসে । গল্পের দুটি প্রাণবন্ত চরিত্র অরু আপা আর শফিক ভাই । শফিক ভাই রাশেদ আর তার বন্ধু ইবু সহ অন্য সবার প্রেরণা

। শফিক ভাই অপারেশনে গিয়ে পাকিস্তানি হানাদারদের হাতে ধরা পড়লে রাশেদের নেতৃত্বে তার বন্ধুরা দুঃসাহসিক এক অভিযানের মাধ্যমে মুক্ত করে তাকে । রাশেদের এমন বেশ কিছু দুঃসাহসের কিছু জীবন্ত চিত্র যেন পাওয়া যায় উপন্যাসটির পাতায় পাতায় ।

নারী-পুরুষের ত্বক দ্রুত ফর্সা করার প্রাকৃতিক সহজ উপায়

অবশেষে রাজাকার আজরফ আলীর হাতে শহীদ হয় নির্ভীক কিশোর মুক্তিযোদ্ধা রাশেদ হাসান । তবুও মৃত্যুর মুখে দাঁড়িয়েও সে একটিবার পশ্চিম পাকিস্তানের আনুগত্য স্বীকার করে নেয় নি । বীরের মত জীবন দিয়েছে তবু মাথা নত করেনি ।

এমনি এক নির্ভীক কিশোর মুক্তিযোদ্ধার হৃদয়বিদারক প্রায় জীবন্ত এক উপাখ্যান আমার বন্ধু রাশেদ । রাশেদের মত কত কত কিশোর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করেছে তার হিসাব আমাদের হাতে নেই। কিন্ত জাফর ইকবাল স্যার দেখিয়েছেন রাশেদরা ছিল এবং তারা তাদের অবদান রেখে গেছে।

Download or Read Online

Leave a Reply