একজন আলী কেনানের উত্থান পতন -আহমদ ছফা

একজন আলী কেনানের উত্থান পতন আহমদ ছফার উপন্যাস। এখান বইটি পিডিএফ(PDF) আকারে পড়তে বা ডাউনলোড(Download) করতে পারবেন।

  আলী কেনান একজন রক্ত মাংসে গড়া সাধারণ মানুষ অথবা সাধারণ মানুষের মত। কিন্তু এই আলী কেনান একসময় আর সাধারণ থাকে না। সামাজিক ভাবে প্রবল শক্তিধর হতে শুরু করে এই আলী কেনান। ঢাকার গভর্নর হাউজে বসে আলী কেনান অনুভব করতে থাকেন ক্ষমতা।    

গাভী বিত্তান্ত

কিন্তু আলী কেনারের এই সুখের দিনগুলো বেশ দিন টিকেনা। প্রবল দুরন্ধর এই আলী কেনানকে একদিন ছুঁড়ে ফেলে দেয় গভর্নর সাহেব, যে একদিন তাকে বুকে টেনে নিয়েছিল।

  পথে পথে ঘুরতে থাকে আলী কেনান। ভিক্ষার হাত বাড়িয়ে দেয় মানুষের কাছে। কিন্তু এই করুণ অবস্থার মধ্যেই আলী কেনান আবিষ্কার করে জীবনে আমার ক্ষমতা ফিরে পাবার উপায়।

আলী কেনান আস্তে আস্তে ভান ধরেন একজন বুজুর্গের, লাল সালুর মত খুলে মাজার ব্যবসা। আলী কেনান বলেন, “আসল ব্যাপার হল মানুষের মনে অচলা ভক্তি আছে, সেই ভক্তি কোথাও নিবেদন করতে হবে।

যত কান্ড কাঠমান্ডুতে -সত্যজিৎ রায়

মানুষের ভক্তি ও খাদেমের অক্লান্ত প্রয়াসে এই সুন্দর মাজারটি এই মাটি ফুঁড়ে জন্মাতে পেরেছে।”     আলী কেনান আস্তে আস্তে আবারো ক্ষমতাধর হয়ে উঠে, অনেক অনেক মুরিদ প্রতিদিন তার পায়ে কপাল ঠেকে।

তার শাগরেদরা সারাদিন পায়ে পায়ে ঘুরে বেড়ায়। আলী কেনারের মনে স্বাদ জাগে, গভর্নরকে বলতে, “দেখ আমাকে, দেখ।” কিন্তু আলী কেনান সেই সুযোগ পায় না। দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়।    

একজন আলী কেনানের উত্থান পতন 

আহমদ ছফা

Download or Read Online

Leave a Reply