মুহাম্মদ বিন কাসিম -মেজর জেনারেল আকবর খান

মুহাম্মদ বিন কাসিম মেজর জেনারেল আকবর খান রচিত গ্রন্থ। পরে এটি আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনুবাদ করেন।

ইমাদউদ্দিন মুহাম্মদ বিন কাসিম আল সাকাফিছিলেন একজন উমাইয়া সেনাপতি। সিন্ধু নদসহ সিন্ধু ও মুলতান অঞ্চল তিনি জয় করে উমাইয়া খিলাফতের অন্তর্ভুক্ত করেন।

তিনি তাইফে (বর্তমান সৌদি আরব) জন্মগ্রহণ করেন। তার সিন্ধু জয়ের কারণে মুসলিমদের পক্ষে মুসলিমদের ভারতীয় উপমহাদেশ বিজয়ের পথ প্রশস্ত হয়।

বিন কাসিম তাইফের সাকিফ গোত্রের সদস্য ছিলেন। তার পিতা কাসিম বিন ইউসুফ তার বাল্যকালে মৃত্যুবরণ করেন। তার চাচা উমাইয়া গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ তাকে যুদ্ধবিদ্যা ও সরকার পরিচালনা শিক্ষা দেন।

সাগর বিজয়ে ও আমেরিকা আবিষ্কারে মুসলমান- বাসার মঈনউদ্দীন

সিন্ধু যাত্রার পূর্বে মুহাম্মদ তার চাচাত বোন হাজ্জাজের কন্যা জুবাইদাকে বিয়ে করেন। তার আরেকজন চাচা মুহাম্মদ বিন ইউসুফ ইয়েমেনের গভর্নর ছিলেন।

হাজ্জাজের পৃষ্ঠপোষকতায় বিন কাসিম পারস্যের গভর্নর হন। সেখানে তিনি একটি বিদ্রোহ দমন করতে সফল হন।[তথ্যসূত্র প্রয়োজন]

হাজ্জাজ বিন ইউসুফের সাথে ঘনিষ্ঠ আত্মীয়তা থাকার কারণে খলিফা সুলাইমান ইবনে আবদুল মালিকের ক্ষমতাগ্রহণের পর তাকে মৃত্যুদন্ড দেয়া হয়।

Read or Download PDF

Leave a Reply