ইসলামী ফিক্বহের আলোকে সুদবিহীন ব্যাংকিং:আপত্তিসমূহ ও তার পর্যালোচনা -মুফতী তাকী উসমানী

ইসলামী ফিক্বহের আলোকে সুদবিহীন ব্যাংকিং : আপত্তিসমূহ ও তার পর্যালোচনা বইটি মুফতী তাকী উসমানী এর লেখার বাংলা অনুবাদ।

আল্লাহ পাক রাব্বুল আলামীন সুদকে হারাম করেছেন। শুধু হারাম করেই ক্ষান্ত হননি; বরং সুদকে এমন একটি কবীরা গুনাহ হিসেবে অভিহিত করেছেন।

যার বিরুদ্ধে কোরআনে কারীমে স্বয়ং আল্লাহ এবং তাঁর রাসুল সাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে প্রকাশ্য যু্দ্ধের ঘোষণা দেয়া হয়েছে।

সুদ এমন একটি পাপ, যা মানুষের অর্থনৈতিক জীবনে চরম বৈষম্যের সৃষ্টি করে। সুদী ব্যবস্থায় ধনী আরো ধনী হয়, গরীব আরো অধিক গরীবে পরিণত হয়

বাইবেল,কুরআন ও বিজ্ঞান-ড. মরিস বুকাইলি

ইসলামী ফিক্বহের আলোকে সুদবিহীন ব্যাংকিং : আপত্তিসমূহ ও তার পর্যালোচনা

মুফতী তাকী উসমানী

Read or Download PDF

Leave a Reply