মুক্তিযুদ্ধে সুন্দরবনের সেই উন্মাতাল দিনগুলি-মেজর জিয়াউদ্দিন (অবঃ)

মুক্তিযুদ্ধে সুন্দরবনের সেই উন্মাতাল দিনগুলি মেজর জিয়াউদ্দিন (অবঃ) এর লেখা ইতিহাস সমৃদ্ধ একটা বই।

এখান থেকে আপনি বইটার পিডিএফ(PDF) পড়তে বা ডাউনলোড করতে পারবেন। স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে সুন্দরবনের মুক্তিযুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

স্বাধীনতা যুদ্ধের পুরো নয় মাস সুন্দরবন এবং তৎসংলগ্ন এলাকায় স্বাধীন বাংলার পতাকা উড়েছে।  

দি আলকেমিস্ট (The Alchemist) -পাওলো কোয়েলহো

পাকিস্তানীরা একবারের জন্যও সেই পতাকা নামাতে পারেনি। এই ঘটনাটি কতটা গুরুত্বপূর্ণ তা নতুন প্রজন্মকে জানানোর নিমিত্তে এই গ্রন্থ।      

মুক্তিযুদ্ধে সুন্দরবনের সেই উন্মাতাল দিনগুলি 
মেজর জিয়াউদ্দিন (অবঃ)

Download or Read Online

Leave a Reply