দেয়াল -হুমায়ূন আহমেদ | Deyal by Humayun Ahmed

দেয়াল বইটি একটি ইতিহাসভিত্তিক উপন্যাস। বইটিতে দুটি আখ্যান সমান্তরালে চলেছে। প্রথমটি অবন্তি নামে এক চপলমতি মেয়ের কাহিনী।

অবন্তি ঢাকায় বাস করে পিতামহ সরফরাজ খানের সঙ্গে। মুক্তিযুদ্ধের সময় নিরাপত্তার খোঁজে আশ্রয় নেন এক পীরের বাড়িতে।

এক পাকিস্তানি সেনা-কর্মকর্তা অবন্তিকে দেখে ফেলে বিয়ে করতে চায়। বিপদ থেকে উদ্ধার পেতে পীর নিজের ছেলের সঙ্গে অবন্তির বিয়ে দেন। এ নিয়ে বেশ কিছু জটিলতারও সৃষ্টি হয়।

ফেলুদা সিরিজের গল্প ও উপন্যাস

সরফরাজ খানের পুত্রের বন্ধুদের একজন মেজর জেনারেল খালেদ মোশাররফ। এ-বাড়িতে তাঁর আসা-যাওয়া আছে। তাঁর সূত্রে কর্নেল তাহেরও এখানে এসেছেন।

এভাবেই প্রথম আখ্যানের সঙ্গে দ্বিতীয় আখ্যানের যোগ সাধিত হয়।

দ্বিতীয় আখ্যানটি সূচিত হয় মেজর ফারুকের বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনা নিয়ে। এই পরিকল্পনায় ফারুক ও মেজর রশীদ মেজর জেনারেল জিয়াউর রহমান ও ওসমানীকে জড়িত করে।

পরিকল্পনায় ফারুক ও মেজর রশীদ মেজর জেনারেল জিয়াউর রহমান ও খালেদ মোশাররফের অভ্যুত্থান, কারাগারে চার নেতা হত্যা, কর্নেল তাহেরের নেতৃত্বে সিপাহী-জনতার বিপ্লব, জিয়াউর রহমানের মুক্তিলাভ ও ক্ষমতাগ্রহণ, খালেদ মোশাররফ ও কর্নেল হুদার হত্যা এবং তাহেরের ফাঁসিতে উপাখ্যানের সমাপ্তি। উপন্যাসের সমাপ্তি হয়েছে জিয়ার হত্যাকাণ্ডে।

দেয়াল হুমায়ূন আহমেদ

Download or Read Online

This Post Has One Comment

  1. ফারুক আহম্মেদ

    Your Comment Here…ধন্যবাদ

Leave a Reply