ইচ্ছে হলে ছুঁয়ে দিয়ো বেপরোয়া রোদ্দুর -এ বি এস রুমন

ইচ্ছে হলে ছুঁয়ে দিয়ো বেপরোয়া রোদ্দুর(Icche Hole Chuye Dio Beporoa Roddur) এ বি এস রুমন রচিত উপন্যাস।এখান থেকে পিডিএফ(PDF) আকারে পড়া ও ডাউনলোড করা যাবে।

বাবা-মায়ের মৃত্যুর পর ছোটভাই রোদকে নিয়ে বিপাকে পড়ে রাশেদ। তার উপরে প্রেমিকা বেলাকে বিয়ে করতে হয় ছাত্র অবস্থাতেই।

দেবদাস -শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

বিয়ের পর বেলার সাথে ওর বাবা ইরাজুদ্দিনের দূরত্বও ভয়ংকরভাবে বাড়তে থাকে। রোদ ভালোবাসে পাশের বাড়ির হিন্দু মেয়ে মায়াকে।

এক বিকেলে অাবেগী হয়ে মায়া রোদের ঠোঁটে চুমু খেলে দূর থেকে দেখে ফেলেন মায়ার মা ইলা মিত্র। ধর্মে ধর্মে শুরু হয় সংঘর্ষ।

লালসালু -সৈয়দ ওয়ালীউল্লাহ্ 

রাশেদের বন্ধু অাবীর প্রায় দুই যুগ ওদের সাথেই অাছে। কিন্তু দুই যুগ অাগে ও কোথা থেকে এসেছিল, কেনই বা এসেছিল? ওর বাবা মা কে? ধর্মই বা কী? নিষ্ঠুর এক সত্য গোপন করে চলেছে অাবীর। যে সত্য প্রকাশ হতে দেবে না ও। কিন্তু কী সেই সত্য?

ইচ্ছে হলে ছুঁয়ে দিয়ো বেপরোয়া রোদ্দুর -এ বি এস রুমন

Read or Download PDF

Leave a Reply