গল্পগুচ্ছ -রবীন্দ্রনাথ ঠাকুর | Golpo Guccho by Rabindranath Tagore

গল্পগুচ্ছ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের সংকলন। কবি ১২৯৮ থেকে ১৩১০ বঙ্গাব্দের মধ্যে বেশিরভাগ গল্প লিখেছেন। 

অখন্ড সংস্করণে মোট ৯১টি গল্প রয়েছে। উল্লেখযোগ্য গল্প পোস্টমাস্টার, ব্যবধান, হৈমন্তী, অতিথি, খোকাবাবুর প্রত্যাবর্তন, নষ্টনীড়, মাল্যদান, ফেল, কাবুলিওয়ালা ইত্যাদি।

দুঃসাহসিক(মাসুদ রানা) -কাজী আনোয়ার হোসেন

১৯০৮‌-১৯০৯ সালে ইন্ডিয়ান পাবলিশিং হাউস ৫ খন্ডে এগুলো প্রকাশ করে। তবে ১৩০৭ বঙ্গাব্দে মজুমদার লাইব্রেরি প্রকাশিত সংস্করণকেই প্রথম সংস্করণ হিসাবে গণ্য করা হয়।

এ বই এর প্রচুর গল্পের উপর বিভিন্ন সময় নাটক তৈরি হয়েছে । বাংলা সাহিত্যের ছোট গল্পের বইগুলোর মধ্যে এটি অন্যতম।  

রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পসমূহ বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। তাঁর প্রথম ছোটগল্প ভিখারিণী ভারতী পত্রিকায় ১৮৭৪ সালে প্রকাশিত হয়।

কাকাবাবু সমগ্র ৭ খণ্ড একত্রে -সুনীল গঙ্গোপাধ্যায়

পরবর্তীতে ১৮৮৪-৮৫ সালে ঘাটের কথারাজপথের কথা ও মুকুট প্রকাশিত হলেও তাঁর প্রথম সার্থক ছোটগল্প দেনা-পাওনা। গল্পটি হিতবাদী পত্রিকায় প্রকাশিত হয়।

১৯১৪ সালে নারীর ব্যক্তিত্বের মহিমা, অধিকার সচেতনতা, মর্যাদাবোধ চিত্রায়িত করেন হৈমন্তীঅপরিচিতাও স্ত্রীর পত্র গল্পসমূহে।  

গল্পগুচ্ছ -রবীন্দ্রনাথ ঠাকুর

Download or Read Online

This Post Has One Comment

Leave a Reply