হোটেল গ্রেভার ইন -হুমায়ূন আহমেদ | Hotel Graver Inn by Humayun Ahmed

হোটেল গ্রেভার ইন বাংলাদেশের কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ‘র লেখা ভ্রমণ কাহিনী।

তিনি পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য আমেরিকার ফার্গো সিটিতে অবস্থানকালে তার কিছু অভিজ্ঞতার কথা বইটিতে তুলে ধরেন। 

একডজন কর্নেল -সৈয়দ মুস্তাফা সিরাজ 

এটি মূলত আমেরিকানদের বিদেশিদের প্রতি আচরণের উপর লেখা হয়েছে। এছাড়াও বইটিতে হূমায়ুন আহমেদের পারিবারিক জীবনের কিছু বিষয় পরিলক্ষিত হয় এবং বইটিতে তার রসিকতার সম্ভার দেখা যায়।

১৯৮৯ সালের আগষ্ট মাসে কাকলী প্রকাশনী থেকে প্রথম প্রকাশিত হয়। প্রচ্ছদ একেছেন ওবায়দুল ইসলাম।

জোছনা ও জননীর গল্প -হুমায়ুন আহমেদ

বইটিতে হুমায়ূন আহমেদ ধারাবাহিক ভাবে উনার আমেরিকায় অবস্থানকালের ঘটনা উল্লেখ করেছেন।আমেরিকায় পৌছানো থেকে ফিরে আসা পর্যন্ত।গল্পগুলো ঘটনাপন্জিতে দেয়া আছে।

  • হোটেল গ্রেভার ইন
  • ডানবার হলের জীবন
  • বাংলাদেশ নাইট
  • কিসিং বুথ
  • প্রথম তুষারপাত
  • জননী
  • এই পরবাসে
  • ম্যারাথন কিস
  • লাস ভেগাস
  • শীলার জন্ম
  • পাখি
  • ক্যাম্পে
  • নামে কিবা আসে যায়

Read or Download PDF

Leave a Reply