লালসালু -সৈয়দ ওয়ালীউল্লাহ্ | Lalshalu by Syed Waliullah

লালসালু সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত একটি জনপ্রিয় বাংলা  উপন্যাস।

১৯৪৮ সালে রচিত এ উপন্যাসে গ্রামবাংলার এক চতুর ধর্মব্যবসায়ী ধর্মপ্রবণ মুসলিম সমাজে এক কল্পিত মাযারকে পুঁজি করে কীভাবে প্রতিষ্ঠা পায় এবং শেষে তাঁরই কিশোরী স্ত্রী জমিলা কীভাবে তাকে আশঙ্কাগ্রস্ত করে তোলে, তারই আলেখ্য চিত্রিত হয়েছে।

আনা ফ্রাঙ্কের ডায়েরী 

স্বল্প পরিসরে গ্রামীণ পটভূমিকায় লেখক ধর্মান্ধতার স্বরূপ উন্মোচন করতে সক্ষম হন।

১৯৬০ সালে পাকিস্তান লেখক সংঘ কর্তৃক করাচি থেকে উপন্যাসটির উর্দু অনুবাদ, একই বছর প্যারিস থেকে ফরাসি অনুবাদ এবং ১৯৬৭ সালে লন্ডন থেকে ইংরেজি অনুবাদ (Tree Without Roots) প্রকাশিত হয়।

গ্রিস ও ট্রয়ের উপাখ্যান -আবদার রশীদ

পরে চেক ও জার্মান ভাষাও এর অনুবাদ হয়। উপন্যাসটি অবলম্বনে ঢাকায় প্রথম শ্রেণির একটি চলচ্চিত্রও নির্মিত হয়েছে। ১৯৬১ সালে এই উপন্যাসের জন্য লেখক বাংলা একাডেমী পুরস্কারে ভূষিত হন। 

লালসালু -সৈয়দ ওয়ালীউল্লাহ্

Read or Download PDF

Leave a Reply