ইতিহাসের কাঠগড়ায় হযরত মু’আবিয়া রা. -মুফতী তাকী উসমানী

ইতিহাসের কাঠগড়ায় হযরত মু’আবিয়া রা. বইটি মুফতী তাকী উসমানী রচিত। গ্রন্থটি আবু তাহের মিসবাহ অনুবাদ করেছেন।

বিচারপতি মাওলানা মুফতী মুহাম্মাদ তাকী উসমানী পাকিস্তানের একজন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব। তিনি হাদীস,ইসলামী ফিকহ,তাসাউফ ও অর্থনীতিতে বিশেষজ্ঞ।

ইসলামী ফিক্বহের আলোকে সুদবিহীন ব্যাংকিং:আপত্তিসমূহ ও তার পর্যালোচনা -মুফতী তাকী উসমানী

তিনি বর্তমানে ইসলামী অর্থনীতিতে সক্রিয় ব্যক্তিদের অন্যতম। তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরীয়াহ আদালতের এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়াহ আপিল বেঞ্চের বিচারক ছিলেন।

তিনি ইসলামী ফিকহ্ ,হাদিস,অর্থনীতি এবং তাসাউউফ সম্পর্কে বিশেষজ্ঞ। তিনি বিখ্যাত তাফসীরগ্রন্থ “মাআরিফুল কোরআন”এর রচয়িতা মুফতি শফী উসমানীর সন্তান এবং বিখ্যাত দুই ইসলামী ব্যক্তিত্ব মাওলানা রফী উসমানী ও মাওলানা ওয়ালী রাজীর ভাই।

আপন ঘর বাঁচান -শাইখুল ইসলাম মুফতী মুহাম্মদ তাকী উসমানী

মাওলানা তাকী উসমানী ৫ শাওয়াল ১৩৬২ হিজরী মুতাবেক ১৯৪৩ সালের ৫ অক্টোবর ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক স্থানে জন্মগ্রহণ করেন।

পরবর্তীতে ভারত বিভাগের পর ১৯৪৮ খ্রিষ্টাব্দের ১ মে তার পরিবার হিজরত করে পাকিস্তান গমন করে। তার বাবা হলেন পাকিস্তানের বিখ্যাত আলেম মুফতি শফি।

মাওলানা তাকী উসমানী পাঁচ ভাইবোনের মাঝে দ্বিতীয়। তার বংশধারা ইসলামের তৃতীয় খলিফা উসমান রা.-এর সাথে মিলিত হয়েছে।

ইতিহাসের কাঠগড়ায় হযরত মু’আবিয়া রা. -মুফতী তাকী উসমানী

Read or Download PDF

Leave a Reply